সন্তানকে নির্মম অত্যাচারের অভিযোগে মা

সন্তানকে নির্মম অত্যাচারের অভিযোগে মা

সন্তানকে নির্মম অত্যাচারের অভিযোগে মাপারিবারিক বিবাদের জেরে নিজের শিশু সন্তানের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বাবা-মার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ৫ বছরের ঋষিব্রত মণ্ডলের ঠাঁই হয়েছে মায়ের হেফাজতে।

অভিযোগ, কলকাতার নর্দার্ন অ্যাভিনিউ এলাকায় ঋষিব্রতকে দিনের পর দিন নির্মমভাবে মারধর করতেন তার মা । শুধু তাই নয়, শিশুটিকে সারাদিন তালাবন্দি করেও রেখে দেওয়া হত। রবিবার প্রতিবেশীদের কাছে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিস। শিশুটির গায়ে কালসিটে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিত্সার জন্য। শিশুটির মাকে গ্রেফতার করেছে পুলিস। শিশুটিকে তার বাবার হেফাজতে দেওয়া যায় কিনা, আজ ব্যাঙ্কশাল কোর্টে সেই মামলার শুনানি।

First Published: Monday, March 12, 2012, 08:56


comments powered by Disqus