এনসেফেলাইটিসে মৃত্যু হল শিশুর

এনসেফেলাইটিসে মৃত্যু হল শিশুর

এনসেফেলাইটিসে মৃত্যু হল শিশুরকলকাতায় মেনিনগো এনসেফেলাইটিসে মৃত্যু হল এক শিশুর। সৌম্যজিত শীল নামে আট বছরের ওই শিশু কসবার রাজডাঙার বাসিন্দা। প্রবল জ্বর নিয়ে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় সৌম্যজিতকে। কীভাবে মেনিনগো এনসেফেলাইটিসে আক্রান্ত হল সৌম্যজিত তা অব্শ্য স্পষ্ট নয়।

বাড়ি কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের কসবা রাজডাঙ্গা এলাকায়। জ্বর, বমি ও খিঁচুনি নিয়ে গত ২৯ জুন দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয় সৌম্যজিতকে। একদিন আইসিইউতে ভর্তি থাকার পর মৃত্যু হয় সৌম্যজিতের। মেনিনগো এনসেফেলাইটিসে মৃত্যু হয়েছে শিশুটির। ডেথ সার্টিফিকেটে এমনটাই জানিয়েছেন চিকিত্সকেরা।

কীভাবে মেনিনগো এনসেফেলাইটিসে আক্রান্ত হল এই শিশু তা অব্শ্য স্পষ্ট নয়। শিশুটির বাড়িতে গিয়ে ডেথ সার্টিফিকেট ও চিকিত্সা সংক্রান্ত অন্যান্য নথি সংগ্রহ করেছে পুরসভা।

একশ সাত নম্বর ওয়ার্ড জুড়ে ঘরে ঘরে ডেঙ্গি আর ম্যালেরিয়ার প্রকোপ। আক্রান্তের সংখ্যা প্রায় শতাধিক। স্থানীয় হাসপাতাল, নার্সিংহোমগুলিতে ভিড় বাড়ছে রোগীদের। তার ওপর এনসেফেলাইটিসে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২২ জুলাই যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা যান সুস্মিতা মালাকার নামে এক গৃহবধূ। যদিও পুরসভা এবং স্বাস্থ্য দফতরের দাবি এখনও পর্যন্ত মশাবাহিত রোগে কলকাতায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।





First Published: Sunday, August 12, 2012, 22:37


comments powered by Disqus