Last Updated: November 13, 2011 11:56

ফের শিশুমৃত্যুর ঘটনা ঘটল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয় পাঁচটি শিশুর। তার মধ্যে শিশু বিভাগে তিনটি এবং বেবি নার্সারি বিভাগে দুটি শিশুর মৃত্যু হয়। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু হযেছে পাঁচটি শিশুর। সপ্তাহখানেক আগে মাত্র পাঁচদিনের ব্যবধানে মৃত্যু হয়েছিল তেইশটি শিশুর। বারবার শিশুমৃত্যর কারণ কী? রোগীর পরিবারের অভিযোগ চিকিত্সায় গাফিলতি করার ফলেই বারবার এমনটা ঘটছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অপুষ্টি এবং পরিকাঠামোগত ত্রুটিকেই দায়ী করেছেন। ঠিক কি কারণে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি? কি বলছেন রোগীর পরিবারের আত্মীয়রা? শনিবার মুখ্যমন্ত্রীর জেলাসফরের তালিকায় ছিল বর্ধমান। সেখানে গিয়ে চিকিত্সা পরিষেবা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। চিকিত্সা ব্যবস্থা সম্পর্কে কড়া হুঁশিয়ারিও দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। কিন্তু তাও কতটা ফিরবে রাজ্যের চিকিত্সা পরিষেবার হাল সেটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফের শিশুমৃত্যুর ঘটনা ঘটল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয় পাঁচটি শিশুর। তার মধ্যে শিশু বিভাগে তিনটি এবং বেবি নার্সারি বিভাগে দুটি শিশুর মৃত্যু হয়। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজে মৃত্যু হযেছে পাঁচটি শিশুর। সপ্তাহখানেক আগে মাত্র পাঁচদিনের ব্যবধানে মৃত্যু হয়েছিল তেইশটি শিশুর। বারবার শিশুমৃত্যর কারণ কী? রোগীর পরিবারের অভিযোগ চিকিত্সায় গাফিলতি করার ফলেই বারবার এমনটা ঘটছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অপুষ্টি এবং পরিকাঠামোগত ত্রুটিকেই দায়ী করেছেন। ঠিক কি কারণে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি? কি বলছেন রোগীর পরিবারের আত্মীয়রা?
শনিবার মুখ্যমন্ত্রীর জেলাসফরের তালিকায় ছিল বর্ধমান। সেখানে গিয়ে চিকিত্সা পরিষেবা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। চিকিত্সা ব্যবস্থা সম্পর্কে কড়া হুঁশিয়ারিও দেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। কিন্তু তাও কতটা ফিরবে রাজ্যের চিকিত্সা পরিষেবার হাল সেটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।
First Published: Sunday, November 13, 2011, 11:56