শিশু মৃত্যুর মিছিল, Child death in Siuri

শিশু মৃত্যুর মিছিল

শিশু মৃত্যুর মিছিলসরকারি হাসপাতালে ফের পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটল। বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে ২৫ দিনে মোট ৪৯ শিশুর মৃত্যু হয়েছে। বীরভূমের অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, ১ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সিউড়ি সদর হাসপাতালে ৪১ শিশুর মৃত্যু হয়েছে। ২১ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে আরও আটটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বীরভূমের জেলাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক সিউড়ি হাসাপাতাল পরিদর্শনে যান। সেখানে শিশুবিভাগের পরিকাঠামো খতিয়ে দেখেন তাঁরা। প্রশাসনের ব্যাখ্যা, প্রচণ্ড শীত ও কম ওজনের কারণে শিশুদের মৃত্যু হয়েছে। ছুটির দিন হওয়ায় হাসপাতালের সুপার ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য জানা যায়নি। হাসপাতালে চিকিত্সাধীন রোগীদের অনেকের পরিবারই পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।





First Published: Sunday, December 25, 2011, 18:23


comments powered by Disqus