Last Updated: August 29, 2013 14:40

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল খিদিরপুর মোড়। অভিযোগ, মায়ের সঙ্গে রাস্তা পার করছিল একটি শিশু। সেই সময় হেস্টিংস থেকে খিদিরপুরের দিকে প্রচন্ড গতিতে আসা একটি লরি শিশুটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এরপরই উত্তেজিত জনতা পর পর চারটি লরিতে ভাঙচুর চালায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। এলাকায় নামানো হয়েছে র্যাফ। রয়েছে বিশাল পুলিস বাহিনী।
First Published: Thursday, August 29, 2013, 14:42