Child killed in Dumdum, অপহরণ করে খুন বালককে

অপহরণ করে খুন বালককে

অপহরণ করে খুন বালককেশুক্রবার সন্ধে থেকে নিখোঁজ ছিল দমদম মধুগড়ের আট বছরের সুমন। রাতে ২৫লাখ টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন আসে। পরদিন সকালে দমদম থানায় বিষয়টি জানান তার বাবা-মা। পরে, হাড়োয়ায় একটি খালের ধারে সুমনের মৃতদেহ পাওয়া যায়। পুলিসের দাবি, অপহরণের ঘটনায় দোষ স্বীকার করেছে সুমনদের বাড়ির ভাড়াটের ছেলে। সন্ধেয়, সে সুমনকে চকোলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে দুজনের হাতে তুলে দেয়। ওই দুজন মদ্যপ অবস্থায় সুমনকে খুন করে। খুনের খবর না জেনেই রাতে গলা নকল করে সুমনের বাবাকে মুক্তিপণ চেয়ে সে ফোন করে বলে দাবি করেছে ভাড়াটের ছেলে। পুলিস তিনজনকেই আটক করেছে।

First Published: Saturday, November 26, 2011, 20:28


comments powered by Disqus