বেহালায় তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

বেহালায় তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

বেহালায় তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগতিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল বেহালার পাঠকপাড়ায়। অভিযুক্ত যুবক পলাতক। শিশুকন্যার মায়ের অভিযোগ, শনিবার সকালে স্থানীয় এক যুবক তাঁর মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি তাঁদের নজরে আসার পর শুরু হয় খোঁজাখুঁজি।

এতেই ভয় পেয়ে গিয়ে নাবালিকাকে তার কাছে রাখার কথা স্বীকার করে ওই যুবক। প্রতিবেশীরা তখন ওই যুবকের বাড়ি থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করে। এরপর রবিবার ওই নাবালিকার বয়ানের ভিত্তিতে পর্ণশ্রী থানায় ওই যুবকের বিরুদ্ধে প্রথমে অপহরণ ও পরে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবকের খোঁজে চলছে তল্লাসি।

First Published: Monday, October 7, 2013, 09:35


comments powered by Disqus