চলন্ত বাসে আগুন, চিনে হত ৪৭

চলন্ত বাসে আগুন, চিনে হত ৪৭

চলন্ত বাসে আগুন, চিনে হত ৪৭চিনের দক্ষিণপূর্বপ্রান্তে ফুজিয়ান প্রদেশে চলন্ত বাসে আগুন মৃত্যু হল ৪৭ জনের, গুরুতর আহত ৩৪। শুক্রবার জিয়ামেন প্রদেশের হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন লেগে যায়। অফিস টাইম হওয়ায় বাসটিতে প্রচুর যাত্রী ছিলেন। ফলে বাসের মধ্যেই মারা যান অনেকে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। 

আহতদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। বাসটিতে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও, তদন্ত চলছে বলে জানিয়েছে সরকারি সংবাদসংস্থা জিনহুয়া।

First Published: Saturday, June 8, 2013, 18:44


comments powered by Disqus