Last Updated: August 22, 2013 09:49

ফের অরুণাচলে চিনা সেনার অনুপ্রবেশের ঘটনা ঘটল। গত ১৩ অগাস্ট অরুণাচল প্রদেশের ছাগলাগাম এলাকায় ঢুকে পড়ে চিনা সেনাবাহিনীর কয়েকজন জওয়ান। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার প্রায় কুড়ি কিলোমিটার ভিতরে ছাগলাগাম এলাকা। পিপলস লিবারেশন আর্মির সদস্যরা সেখানে দুদিন ঘাটি গেড়ে ছিল বলেও সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে।
দু-পক্ষই একে অন্যকে এলাকা ছাড়ার ব্যানার দেখানোর পর চিনা সেনারা ফিরে যায়। গত ৮ মাসে অরুণাচলে এই নিয়ে অন্তত ১৫০টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এবারে ছাগালামের অনুপ্রবেশকেও তাই ততটা গুরুত্ব দিতে রাজি হয়নি ভারতীয় সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলদারির সময় একে অন্যের এলাকায় ঢুকে পড়া অস্বাভাবিক কিছু নয় বলেই তাদের দাবি।
First Published: Thursday, August 22, 2013, 13:19