Last Updated: March 12, 2014 20:44
আলিপুরদুয়ারে একটি বাড়িতে ঢুকে পড়ল পূর্ণবয়স্ক চিতা বাঘ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বনদফতরের কর্মীরা। ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে চিতাবাঘটিকে উদ্ধার করেন তাঁরা। পরে কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে বক্সার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় চিতাবাঘটিকে।
আজ সকালে হ্যামিলটনগঞ্জের ফরওয়ার্ড নগরের বাসিন্দা মনমোহন ধরের বাড়িতে ঢুকে পড়ে চিতাবাঘটি। বাড়ির শৌচালয়ে চিতাবাঘটিকে দেখতে পান মনমোহন ধরের স্ত্রী। এরপরই খবর দেওয়া হয় বনদফতরে। বাড়ির পাশের বক্সার জঙ্গলের মধু ফরেস্ট থেকে খাবারের সন্ধানে চিতাবাঘটি লোকালয়ে ঢুকে পড়েছিল প্রাথমিক অনুমান বনদফতরের কর্মীদের।
First Published: Wednesday, March 12, 2014, 20:44