Last Updated: May 11, 2013 21:20

বলিউডে খ্যাতি অর্জনের আগে বলিউড সুন্দরী চিত্রাঙ্গদা সিংকে সাধারণ মানুষ চিনত যে পরিচয়ে, সেটা মুছে যেতে চলেছে। বিখ্যাত গল্ফার জ্যোতি রানধাওয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছেদ করতে চলেছেন চিত্রাঙ্গদা।
পেশাদার গল্ফার জ্যোতির সঙ্গে প্রায় এক যুগ ধরে সংসার করছেন চিত্রাঙ্গদা। তাঁদের একটি পুত্র সন্তানও আছে চিত্রাঙ্গদার সঙ্গে জ্যোতির সু সম্পর্ক নিয়ে অনেক লেখালেখি হয়েছে। দুজনেই বলতেন, তাঁদের পেশায় একে অপরের সাহায্য ছাড়া চলতে পারবেন না। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে দুজনের সম্পর্কটা ঠিক চলছিল না।
বলিউডে এখন বেশ বাজার চিত্রাঙ্গদার। এই সময় সংসারে মন দিতে পারছেন না বলে নিজেই সম্পর্ক থেকে সরে এসেছেন বলে ঘনিষ্ঠ বন্ধুদের বলেছেন চিত্রাঙ্গদা। তবে দুজনের কেউই এ ব্যাপারে সংবাদমাধ্যমে মমুখ খোলেননি।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চিত্রাঙ্গদা ও জয়তি দুজনই তাঁদের বিচ্ছেদের মামলা পরিচালনার জন্য দিল্লি থেকে আইনজীবী নিয়োগ দিয়েছেন। ব্যক্তিগত জীবনের স্পর্শকাতর এ বিষয়টি জনসমক্ষে আনতে চান না তাঁরা। আগামি১১ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
First Published: Saturday, May 11, 2013, 21:20