Last Updated: October 7, 2013 11:35

অবশেষে ক্রাইস্টচার্চ স্কুলে যোগ দিলেন স্কুলের অধ্যক্ষ হেলেন সরকার। স্কুল খোলার নয়দিন পর। ঐন্দ্রিলা দাসের মৃত্যু এবং ক্রাইস্টচার্চ স্কুলে ভাঙচুরের পর গত ২৭ তারিখ ফের স্কুল খুলেছিল। তবে সেদিন যোগ দেননি হেলেন সরকার।
অসুস্থতার কারণ দেখিয়ে যোগ দেননি তিনি। স্কুল খোলার নয়দিন পর আজ যোগ দিলেন হেলেন সরকার। অধ্যক্ষ ফের কাজে যোগ দেওয়ায় খুশি ছাত্রী এবং অভিভাবকরা।
১৫ দিন পর ৮০ শতাংশ ছাত্রীর উপস্থিতি দিয়ে ২৭ সেপ্টেম্বর খুলেছিল ক্রাইস্টচার্চ স্কুল৷ তবে স্কুলে ভাঙচুরের ক্ষত এখনও দগদগে৷
First Published: Monday, October 7, 2013, 11:35