আজ খুলল ক্রাইস্ট চার্চ, অধ্যক্ষ আপাতত ছুটিতে

আজ খুলল ক্রাইস্ট চার্চ, অধ্যক্ষ আপাতত ছুটিতে

আজ খুলল ক্রাইস্ট চার্চ, অধ্যক্ষ আপাতত ছুটিতে ১৬ দিন পর অবশেষে আজ খুলল দমদমের ক্রাইস্ট চার্চ স্কুল। আপাতত অধ্যক্ষ ছাড়াই চলবে স্কুল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে শারীরিক অসুস্থার কারণেই ছুটি নিয়েছেন অধ্যক্ষা হেলেন সরকার। অধ্যক্ষার জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন সহকারী প্রধান শিক্ষিকা সীমন্তি গঞ্জালভেস। এতদিন পর স্কুল খোলায় খুশি ছাত্রছাত্রীরা। তবে অভিভাবকদের মধ্যে এখনও কাটেনি আতঙ্কের রেশ।

First Published: Friday, September 27, 2013, 10:15


comments powered by Disqus