ক্রাইস্ট চার্চের বৈঠকে গরহাজির অধ্যক্ষা, ১৬ দিন পর কাল খুলছে স্কুল

ক্রাইস্ট চার্চের বৈঠকে গরহাজির অধ্যক্ষা, ১৬ দিন পর কাল খুলছে স্কুল

ক্রাইস্ট চার্চের বৈঠকে গরহাজির অধ্যক্ষা, ১৬ দিন পর কাল খুলছে স্কুল১৬ দিন পর কাল খুলছে দমদমের ক্রাইস্ট চার্চ স্কুল। তবে আজকের বৈঠকে হাজির ছিলেন না অধ্যক্ষা হেলেন সরকার। শারীরিক অসুস্থতার কারণেই তার গরহাজিরা বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অধ্যক্ষার জায়গায় এখন দায়িত্ব সামলাবেন সহকারী প্রধান শিক্ষিকা সীমন্তি গঞ্জালভেস। বৈঠকে সিদ্ধান্ত নেন পরিচালন সমিতির সদস্যেরা।

অধ্যক্ষার অনুপস্থিতিতে সহকারি প্রধান শিক্ষিকার স্কুলের দায়িত্ব সামলানো  নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। তবে কী অধ্যক্ষার ইস্তফাপত্র গ্রহণ করে নিল স্কুল কর্তৃপক্ষ? প্রশ্ন তুলেছেন স্কুলের অভিভাবকদের একাংশই।





First Published: Thursday, September 26, 2013, 14:22


comments powered by Disqus