Last Updated: December 24, 2013 12:19

বড়দিন উপলক্ষে সেজে উঠেছে গোটা দুনিয়া। সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। তৈরি হচ্ছে কেক। এখন শুধু সান্টাক্লজের থেকে উপহার পাওয়ার অপেক্ষা।
রাশিয়ার মস্কোয় বড় দিনের ঠিক আগেই সান্টাক্লজ দের বিরাট মিছিল।
তবে সান্টাক্লজেরা কেউই উপহার দিচ্ছে না। সকলের কাছ থেকে উপহার নিয়ে ভর্তি করছে নিজেদের ঝোলায়।
নিউ ইয়ার্স ইভে এই সমস্ত উপহার পৌছে যাবে ক্যান্সার হাসপাতালে ভর্তি থাকা শিশুদের কাছে
আমরা হাসপাতালে ভর্তি থাকা শিশুদের জন্য এখানে সমেবেত হয়েছি। ওদের জন্য খেলনা সংগ্রহ করছি। যাতে উত্সবের দিন গুলিতে ওরা আনন্দে কাটে।
রঙিন তারার মতো দেখতে পিনাতা ছাড়া মেক্সিকোতে বড়দিনের উত্সবের কথা ভাবাই যায় না। মেক্সিকোসিটির কাছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন অসংখ্য পিনাতার কারিগর। সময়রের সঙ্গে পিনাতার আকারেও পরিবর্তন এসেছে। তবে প্রথা অনুসারে পিনাতার সাতটি কোনা তৈরি হয়েছে মানুষের সাতটি রিপুকে মাথায় রেখে।
ক্রিসমাস ইভে পরিবারের সকলে একসঙ্গে হয়ে পিনাতা ফাটানো মেক্সিকানদের রীতি। স্থানীয়দের বিশ্বাস এভাবেই অশুভকে জয় করে জন্ম হয় শুভ চেতনার।
First Published: Tuesday, December 24, 2013, 12:19