চার্চিলের দুরন্ত জয়

চার্চিলের দুরন্ত জয়

চার্চিলের দুরন্ত জয়রাজধানীতে স্বপ্নভঙ্গ প্রয়াগ ইউনাইটেডের।টানা দুবার ডুরান্ড কাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল কলকাতার দলটির।দিল্লিতে ফাইনালে গোয়ার চার্চিল ব্রাদার্সের কাছে টাইব্রেকারে পাঁচ-চার গোলে হেরে গেল প্রয়াগ।চোটের জন্য মেগা ফাইনালে খেলতে পারেননি চার্চিলের গেমমেকার বেটো।খেলার শুর থেকেই আধিপত্য দেখান জোসিমার,ইয়াকুবু।কিন্তু একের পর এক সুযোগ নষ্টে গোল পায়নি প্রয়াগ ইউনাইটেড।নির্ধারিত সময়ে তো বটেই,অতিরিক্ত সময়েও কোন দলই গোল করতে পারেনি।ফাইনালের মীমাংসার জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।টাইব্রেকারে প্রয়াগের হয়ে ভিনসেন্ট,রফিক,বেলো রজ্জাক,টুলুঙ্গা গোল করলেও,শট বাইরে মারেন ইয়াকুবু। গোল করে চার্চিলকে খেতাব এনে দেন ডেনজিল ফ্র্যাঙ্কো।

First Published: Sunday, October 16, 2011, 15:54


comments powered by Disqus