Last Updated: September 21, 2013 12:16

উনতিরিশে এপ্রিলের পর আজ। সারদা কেলেঙ্কারির তদন্তে সাড়ে চার মাসেরও বেশি সময় পর ফের তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে তলব করল পুলিস।
গতকাল সারদা কাণ্ড নিয়ে মন্তব্যের জেরেই ফের ডাকা হল কুণাল ঘোষকে ? বিধাননগর পুলিস বলছে, নতুন পাওয়া তথ্যের ভিত্তিতেই ডাকা হয়েছে তৃণমূল সাংসদকে।
২৪ এপ্রিল, ২০১৩, সিবিআইকে লেখা সারদা কর্ণধার সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ্যে এল। চিঠিতে দুই তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু ও কুণাল ঘোষের নাম।
২৯ এপ্রিল, ২০১৩ বিধাননগর কমিশনারেটে ডেকে পাঠানো হল কুণাল ঘোষকে।
তৃণমূল সাংসদকে প্রায় পৌনে দু-ঘণ্টা জেরা করে পুলিস।
এরপর সব চুপচাপ। কুণাল ঘোষকে আর ডাকেনি পুলিস। দল বা প্রশাসনও কোনও পদক্ষেপ করেনি।
২০ সেপ্টেম্বর, ২০১৩ সারদা কেলেঙ্কারী নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন কুণাল ঘোষ।
২১ সেপ্টেম্বর, ২০১৩,ঠিক তার পরের দিনই ফের কুণাল ঘোষকে ডেকে পাঠাল বিধাননগর কমিশনারেট। সাড়ে চার মাসেরও বেশি সময় পরে। প্রায় সাড়ে তিন ঘণ্টা জেরা হল তাঁকে।
রবিবার ফের জিজ্ঞাসাবাদ করা হবে তৃণমূল সাংসদকে। শুক্রবারের মন্তব্যের জেরেই কি ফের ডেকে পাঠানো হল কুণাল ঘোষকে ?
First Published: Saturday, September 21, 2013, 20:46