Last Updated: May 14, 2013 10:22

চিটফান্ড নিয়ে নির্মিত সিনেমা `কাগজের নৌকোর` প্রদর্শন বন্ধ হয়ে গেল রাজ্যের সর্বত্র। রাজনৈতিক চাপের কারণেই ছবিটির প্রদর্শন বন্ধ হয়েছে বলে অভিযোগ ছিবির পরিচালক পার্থসারথি জোয়ারদারের। তিনি জানিয়েছেন, "বিভিন্ন হলে প্রসর্শন বন্ধ।"
এমনকী নন্দনেও বন্ধ করে দেওয়া হয়েছে, `কাগজের নৌকোর` প্রদর্শন। পরিচালকের অভিযোগ, "নন্দন-১ এ সব নিয়ম মেনে ছবি জমা দিয়েছিলাম। শুনেছি আজ পর্যন্ত প্রিভিউ কমিটি ছবিটি দেখেনি।" এইভাবে একটা ছবিকে খুন করা হল বলে মন্তব্য করেছেন পার্থ বাবু।
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের বিশিষ্ট ব্যাক্তিরা। নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, ``সাম্প্রতিককালেরর চিটফান্ড কাণ্ডের সঙ্গে এই ছবির প্রেক্ষাপট মিলে গিয়েছে। ফলে শাসক দল চাইছে না এক্ষুনি ছবিটা মুক্তি পাক।"
First Published: Tuesday, May 14, 2013, 10:22