Last Updated: February 25, 2012 12:26

এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে গণধোলাইয়ের শিকার হল ২০ জন সিআইএসএফ জওয়ান। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের সালুয়ায়।
অভিযোগ, শুক্রবার রাতে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে একজন সিআইএসএফ জওয়ান। সকালে মহিলার আত্মীয়রা চড়াও হন জওয়ানদের। বেধড়ক মারধর করা হয় অভিযুক্ত-সহ ২০ জন জওয়ানকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।
আহত অবস্থায় ওই জওয়ানদের ভর্তি করা হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
First Published: Sunday, February 26, 2012, 14:21