আক্রান্ত সিআইটিইউ নেতা, CITU leader attacked

আক্রান্ত সিআইটিইউ নেতা

আক্রান্ত সিআইটিইউ নেতাজেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলতে গিয়ে কোলাঘাট তাপবিদ্যুত্‍ কেন্দ্রে আক্রান্ত হলেন সিআইটিইউ নেতা বিজন মিত্র। তিনি তমলুক জোনাল কমিটির সম্পাদক।
সিআইটিইউ শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে বুধবার কথা বলতে যান বিজন মিত্র। অভিযোগ সে সময় তাঁর ওপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। জেনারেল ম্যানেজারের সামনেই
বিজনবাবুকে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় বিজন মিত্রকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে
পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রে রাখতে RAF এবং পুলিসকর্মী মোতায়েন করা হয়েছে।


First Published: Wednesday, October 19, 2011, 17:29


comments powered by Disqus