ডানলপ কারখানায় জয়ী সিটু

ডানলপ কারখানায় জয়ী সিটু

ডানলপ কারখানায় জয়ী সিটুহুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার কোঅপারেটিভ নির্বাচনে জয়ী হল সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু। কো-অপারেটিভ নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল ডানলপ চত্ত্বরে।

নির্বাচনে সিটু ছাড়াও আইএনটিইউসি এবং আইএনটিটিইউসি প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কো-অপারেটিভের ৬টি ডিরেক্টর পদের জন্য রবিবার ভোটগ্রহণ হয়। ৬টি আসনেই জয়ী হয়েছেন সিটু প্রার্থীরা। গত অক্টোবর থেকে বন্ধ ডানলপ কারখানা। কারখানার খোলার বিষয়ে বর্তমান সরকারের ওপর আশা হারিয়েই কর্মীরা তাঁদের ভোট দিয়েছেন বলে সিটুর তরফে দাবি করা হয়েছে।   

First Published: Tuesday, May 8, 2012, 15:15


comments powered by Disqus