Last Updated: November 14, 2013 11:34

বর্ধমানের পর এবার ঝাড়গ্রাম। পুনর্বহালের দাবিতে এবার পথে নামলেন ঝাড়গ্রামের সদ্য কর্মহীন সিভিক পুলিসের কর্মীরা। অবিলম্বে কাজে বহাল না করলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন তাঁরা। গতকাল কাজে পুনর্বহালের দাবিতে বিনপুর থানার সামনে বিক্ষোভ মিছিল করেন কর্মহীন একশোজন সিভিক পুলিস। পুজোর সময় দৈনিক ১৪১ টাকা ৮১ পয়সা বেতনে রাজ্যজুড়ে সিভিক পুলিস নিয়োগ করেছিল সরকার।
এক মাসের জন্য এই নিয়োগ হলেও বিভিন্ন জনসভায় শাসকদলের নেতা মন্ত্রীরা দাবি করেছিলেন জঙ্গলমহলসহ সারা রাজ্যে ১ লক্ষ ৩০ হাজার কর্মসংস্থান করা হয়েছে বলে। সম্ভবত সেই দাবি থেকেই এইসব সিভিক পুলিসকর্মীরা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। কিন্তু নয়ই নভেম্বর পুলিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় মেয়াদ বাড়ানো হবে না। এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে দশই নভেম্বর পথে নেমেছিলেন বর্ধমানের কর্মহীন সিভিক পুলিসরা। বুধবার বিনপুর থানার সামনে কাজে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করলেন ঝাড়গ্রাম জেলাপুলিসের অন্তর্গত ১০০ জন সিভিক পুলিস।
কাজে ফেরানো না হলে আত্মহত্যারও হুমকি দিয়েছেন তাঁরা।
মাত্র ২৮ দিনের কর্মজীবন। চাকরির মেয়াদ না বাড়ানোয় রাতারাতি বেকার হয়ে যাওয়া রাজ্যের লক্ষাধিক যুবক যুবতীর মধ্যে ক্ষোভ চরমে উঠেছে। একরাশ হতাশাকে সঙ্গী করে ফের বেকারত্বের তকমা ঘোচানোর লড়াইয়ে নেমেছেন তাঁরা।
First Published: Thursday, November 14, 2013, 11:34