Last Updated: May 3, 2014 19:04

সিভিক পুলিসকর্মীদের কেন্দ্রীয় বাহিনীর মত পোশাক পরিয়ে ডিউটি করানোর অভিযোগ উঠল ডায়মন্ডহারবারে। আজ ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে সরিষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। এই সভার নিরাপত্তার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মত জলপাই রঙের পোশাক পরা সিভিক পুলিসরাও। নির্বাচন কমিশনের কাছে এবিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে সিপিআইএম।সরিষা হাইস্কুল মাঠে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল শনিবার। সেই সভায় পুলিসি নিরাপত্তার সঙ্গে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিভিক পুলিসও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মতো জলপাই রঙের পোশাক পরেই ডিউটি করেছেন তারা। জলপাই রঙের ওই পোশাক বিলি হয়েছে এসডিপিও অফিস থেকে। নির্বাচন কমিশনের কাছে গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে সিপিআইএম।
ঘটনার নিন্দায় সরব হয়েছে কংগ্রেসও।
রাজ্যের পুলিস বাহিনীর স্ট্র্যাকো বাহিনী ও স্পেশাল আমর্ড ফোর্সের কর্মীরাই একমাত্র জলপাইরঙের পোশাক ব্যবহার করেন। সিভিক পুলিসকে কেন এমন পোশাক দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। ডায়মন্ডহারবারের এসডিপিও জানিয়েছেন পোশাকগুলি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সরিষার সভায় পরে ডিউটি করার জন্য। সিভিক পুলিস কর্মীদের কোনও নির্দিষ্ট ইউনিফর্ম নেই। পোশাকগুলি দক্ষিণ চব্বিশ পরগনা পুলিসের হেডকোয়ার্টার থেকে তাদের কাছে পাঠানো হয়েছিল। এই সভার পর তা আবার নিয়ে নেওয়া হয়েছে সিভিক পুলিসদের কাছ থেকে।
First Published: Saturday, May 3, 2014, 19:04