Last Updated: May 19, 2014 09:47

লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে পদ থেকে ইস্তফা দিতে পারেন সোনিয়া ও রাহুল গান্ধী। ফল ঘোষণার পর থেকে এই জল্পনা তুঙ্গে উঠেছে জাতীয় রাজনীতিতে। শুক্রবারই ব্যর্থতার দায় স্বীকার করেন কংগ্রেস সভাপতি ও সহসভাপতি। এই পরিস্থিতিতে আজ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে রাজধানীর রাজনৈতিকমহল।
কংগ্রেসের একাংশের খবর, সম্ভবত আজকের বৈঠকেই ভোটে ভরাডুবির কারণ পর্যালোচনার পাশাপাশি নিজেদের পদ থেকে ইস্তফার ঘোষণা করতে পারেন সোনিয়া ও রাহুল গান্ধী। তবে কংগ্রেসের অন্য অংশের মত, নির্বাচনে ভরাডুবির দায় কোনও ব্যক্তির নয়। এই ব্যর্থতা গোটা দলের। তাই ভোটে খারাপ ফলের জন্য সোনিয়া বা রাহুল গান্ধীর পদ থেকে ইস্তফা দেওয়ার প্রশ্নই নেই।
First Published: Monday, May 19, 2014, 09:47