পুলিসি জুলুমের প্রতিবাদে হাওড়ায় সরকারের সঙ্গে সংঘাতের বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন

পুলিসি জুলুমের প্রতিবাদে হাওড়ায় সরকারের সঙ্গে সংঘাতের বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন

পুলিসি জুলুমের প্রতিবাদে হাওড়ায় সরকারের সঙ্গে সংঘাতের বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনএবার সরকারের সঙ্গে সংঘাতের পথে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। আগামী ১৯ মার্চ থেকে হাওড়ায় কোনও ট্যাক্সি চালাবে না তারা। অভিযোগ, হাওড়ায় পুলিসের নিত্যদিনের জুলুমের শিকার হচ্ছেন ট্যাক্সিচালকেরা। পরিবহণমন্ত্রীকে জানিয়েও কোনও লাভ হয়নি। এবার অ্যাসোসিয়েশন দরবার করবে মুখ্যমন্ত্রীর কাছে। অটো নিয়ে সমস্যায় রীতিমত জেরবার রাজ্য সরকার। এবার গোদের ওপর বিষ ফোঁড়ার মত সমস্যা বাড়াল ট্যাক্সি সংগঠন গুলিও। সরকারের সঙ্গে সরাসরি সংঘাতের পথে গিয়ে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের ঘোষণা আগামী ১৯ মার্চ থেকে হাওড়ায় কোনওরকম পরিষেবা দেবে না তারা। অভিযোগ, দিন দিন হাওড়ায় বাড়ছে পুলিশের অত্যাচার।

ট্যাক্সি অ্যাসোসিয়েশনের অভিযোগ, বারবার এনিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি।এমনকি পরিবহন মন্ত্রী মদন মিত্রকেও জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের।

মঙ্গলবারই নিজেদের এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং পুলিশ কমিশনারকে জানিয়ে দেবে ট্যাক্সি সংগঠন গুলি। তবে আগামী ১৯ মার্চের মধ্যে সমাধান সূত্র না মিললে পরিষেবা বন্ধ ছাড়া আর কোনও পথ খোলা নেই বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা।

First Published: Saturday, February 22, 2014, 21:10


comments powered by Disqus