Last Updated: July 21, 2013 12:53

আজও অগ্নিগর্ভ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী। ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের দুটি গ্রাম ঘিরে কার্যত তাণ্ডব চালানো হয়েছে। নির্দেশখালিতে জ্বালিয়ে দেওয়া হয়েছে বাম সমর্থকদের প্রায় পঞ্চাশটির মতো বাড়ি। অবাধে লুঠপাট, ভাঙচুর চলেছে পানিখালি গ্রামে।
প্রায় ১৫০ বাড়িতে হামলা চলেছে বলে অভিযোগ। বামেদের অভিযোগ, গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের নির্দেশেই এই হামলা চলেছে। বিধায়ক অবশ্য অভিযোগ মানতে চাননি।
First Published: Sunday, July 21, 2013, 12:55