পুলিসকর্মী-সরকার সমর্থকদের সংঘর্ষে অশান্ত বলিভিয়া

পুলিসকর্মী-সরকার সমর্থকদের সংঘর্ষে অশান্ত বলিভিয়া

পুলিসকর্মী-সরকার সমর্থকদের সংঘর্ষে অশান্ত বলিভিয়াবিক্ষোভরত পুলিসকর্মীদের সঙ্গে দেশের প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় অশান্ত বলিভিয়া। সোমবার প্রেসিডেন্টপন্থীরা লা পাজে একটি জনসভার আয়োজন করেছিলেন। সভা চলাকালীনই ইভো মোরালেসের সমর্থকদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ ও পরে কাঁদানে গ্যাস ছোঁড়েন বিক্ষোভরত পুলিসকর্মীরা। 

গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বলিভিয়ার রাজধানীতে আন্দোলন করছিলেন পুলিসকর্মীরা। সোমবারই দেশের ভাইস-প্রেসিডেন্ট পুলিসকর্মীদের আন্দোলনকে রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে, তারই প্রতিবাদে প্রেসিডেন্টের সমর্থকদের উপর হামলা চালান আন্দোলনরত পুলিসকর্মীরা।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ইভো মোরালেস।

First Published: Tuesday, June 26, 2012, 10:16


comments powered by Disqus