কাঁকুড়গাছিতে দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগের নিশানায় তৃণমূল

কাঁকুড়গাছিতে দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগের নিশানায় তৃণমূল

কাঁকুড়গাছিতে দুষ্কৃতী তাণ্ডব, অভিযোগের নিশানায় তৃণমূলকাঁকুড়গাছির পেয়ারাবাগান এলাকায় এক মহিলার গায়ে আগুন দিয়ে দিল একদল যুবক। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এপিডিআর কর্মীরা। এই যুবকরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে জানা গেছে।

কাঁকুরগাছির পেয়ারাবাগান বস্তি সংলগ্ন এলাকায় রবিবার রাতে আগুন পোহাচ্ছিলেন বেশ কয়েকজন বাসিন্দা। অভিযোগ, সে সময় মদ্যপ অবস্থায় কয়েকজন যুবক এসে চড়াও হয়। ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন এক মহিলা। তাঁর গায়ে আগুন দিয়ে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। কযেকজন এপিডিআরের কর্মীও এগিয়ে যান। তখনই ওই যুবকরা চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে তারা বাসিন্দাদের এলোপাথাড়ি আঘাত করে বলে অভিযোগ।  
এলাকার মানুষ জানাচ্ছেন, এই মদ্যপ যুবকদের নেতৃত্বে ছিলেন স্থানীয় এক তৃণমূল নেতার আত্মীয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় চোলাইয়ের ঠেক চলছে। পুলিসকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এই মদের ঠেকের কারণেই এলাকায় মদ্যপ যুবকদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযোগ জানাতে গেলে প্রাথমিকভাবে পুলিস অভিযোগ নিতে অস্বীকার করে। যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিস।

First Published: Monday, December 19, 2011, 12:19


comments powered by Disqus