Last Updated: November 15, 2011 10:03

গতকাল, জর্ডন সীমান্তে সেনাবাহিনীর বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে কুড়িজন সেনার মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট আসাদের বাহিনীর হাতে একান্ন জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিরোধী পক্ষ। এঁদের মধ্যে একুশ জন মারা গেছেন দক্ষিণে জর্ডন সীমান্তবর্তী শহর ডেরায়, তেরোজনের মৃত্যু হয়েছে হোমস শহরে। অন্য একটি সূত্র বলছে, জর্ডন সীমান্তে খিরবেট ঘাজালহা শহরে নিহত হয়েছেন চল্লিশজন। তবে, সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা থাকায় কোনও ঘটনারই সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-অল-আসাদের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জর্ডনের রাজা আবদুল্লা। ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জর্ডনের রাজা বলেছেন, তিনি আসাদের জায়গায় থাকলে ক্ষমতা হস্তান্তরের জন্য আলোচনা শুরু করতেন। নিজের দেশের মানুষের সঙ্গে হিংসাত্মক আচরণের ফল কখনও ভালো হয় না বলেও মন্তব্য করেছেন আবদুল্লা। গতকাল, সিরিয়ার ওপর অবরোধের ফাঁস আরও জোরালো করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর আগে, সিরিয়ার সদস্যপদ বাতিল করে আরব লিগ। ইউরোপিয়ান ইউনিয়ন ও আরব লিগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমেরিকা।
First Published: Tuesday, November 15, 2011, 10:08