Last Updated: April 26, 2012 13:13

দীর্ঘ ২৩ ঘন্টা পর অবশেষে ঘেরাওমুক্ত হলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৃহস্পতিবার দুপুরে বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘেরাওকারীদের হঠিয়ে উপাচার্যসহ আধিকারিকদের মুক্ত করে।
বুধবার বিকেল থেকেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে ঘেরাও শুরু করেন পড়ুয়ারা। ঘেরাও করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একাধিক আধিকারিককে। নিয়মিত ক্যাম্পাসিং, পঠনপাঠনের ফি কমানো, পরীক্ষাগারগুলির পরিকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন দাবিতে বুধবার থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ঘেরাওয়ের কর্মসূচি নেন পড়ুয়ারা। পড়ুয়াদের একাংশের অভিযোগ, সরকার শুধু বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়েই ভাবনা চিন্তা করছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে সরকারের কোনও মাথাব্যথা নেই। দাবি মানা না হলে আগামিদিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কলেজ পড়ুয়ারা।
First Published: Thursday, April 26, 2012, 17:02