Last Updated: April 4, 2014 21:56
ক্লাস সিক্সের তিন ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল কাশীপুর ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের হস্টেলে। অভিযোগ, ঘুম থেকে উঠতে দেরি করায় ওই তিন ছাত্রীকে মারধর করেন হস্টেলের ওয়ার্ডেন অনিতা সালসো। স্কুলের হস্টেলটি চলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায়। ওয়ার্ডেনকে নিয়োগ করেছিল ওই স্বেচ্ছাসেবী সংস্থাই।
স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, এমাসের দুতারিখ ওই তিন ছাত্রীকে মারধর করেন ওয়ার্ডেন। তাদের প্রায়ই মারধর করা হয় বলে প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানায় ছাত্রীরা। এরপরেই ওয়ার্ডেনের বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষিকা। ঘটনার জেরে ওয়ার্ডেনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অনিতা সালসোকে।
First Published: Friday, April 4, 2014, 21:56