Last Updated: November 13, 2013 10:14

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার বিদ্যাধর কলোনিতে ঘটনাটি ঘটে। মঙ্গলবার সন্ধে নাগাদ ওই ছাত্রীর বাড়িতে পড়াতে গিয়েছিল বছর বাইশের শঙ্কর প্রামানিক। তখন ছাত্রীর বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ, সেই সুযোগে ছাত্রীকে ধর্ষণ করে ওই গৃহশিক্ষক। প্রতিবেশীরা ঘটনাটি জানতে পারায় তাঁরা ওই গৃহশিক্ষককে মারধর করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিস এবং গৃহশিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে তারা থানায় নিয়ে যায়। পাশাপাশি ওই ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ধৃত গৃহশিক্ষককে আদালতে পেশ করা হবে।
First Published: Wednesday, November 13, 2013, 10:14