Last Updated: May 13, 2013 19:58

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ খড়দার এনজেএমসি জুটমিলে আজ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দিল কর্তৃপক্ষ। কাজ হারালেন প্রায় দুহাজার শ্রমিক। অবিলম্বে কারখানা না খুললে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন শ্রমিকরা।
উত্তর চব্বিশ পরগনার খড়দায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এনজেএমসি জুটমিল লাগাতার লোকসানের কথা জানিয়ে আসছিল কর্তৃপক্ষ। অবশেষে কারখানার গেটে ঝুলিয়ে দেওয়া হল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। সোমবার সকালে কারখানা বন্ধের নোটিস দেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
উত্পাদনের তুলনায় শ্রমিকের সংখ্যা বেশি রয়েছে বলেই দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল কর্তৃপক্ষ। গত বুধবার জুটমিলে অগ্নিকাণ্ড পরিস্থিতি আরও জটিল করে দেয়। এর জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয় বলে দাবি কর্তৃপক্ষের। যদিও আচমকা কারখানা বন্ধ নিয়ে মুখ খুলতে চায়নি জুটমিল কর্তৃপক্ষ।
First Published: Monday, May 13, 2013, 19:58