Last Updated: October 1, 2011 19:21

তৃণমূল কংগ্রেসর নাম করে শিল্পপতিদের কাছে থেকে টাকা চাওয়া হচ্ছে। শিল্পপতিদের এই অভিযোগের পরেই টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও এসএমএসে টাকার দাবি আসছে। তাই শনিবার ফের শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, টাকা দেবেন না, প্রয়োজনে অভিযোগ জানান শিল্পমন্ত্রীর কাছে। নাম গোপন রাখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেবে পুলিস।
তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পপতিদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ আসতে থাকে। গত একুশে অগাস্ট এপ্রসঙ্গে সরব হন মুখ্যমন্ত্রী। তৃণমূলের নাম করে কেউ চাঁদা চাইলে তা না দেওয়ার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও হলদিয়া , আসানসোলের মতো শিল্পাঞ্চলে চাঁদা তোলার অভিযোগ আসতেই থাকে। অভিযোগ জানালে পাল্টা হুমকির খবরও জানা যায়। শনিবার তাই আরও একবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী।
First Published: Saturday, October 1, 2011, 19:21