Last Updated: October 15, 2013 23:22

জঙ্গলমহলে মাওবাদী প্রভাবিত এলাকায় পথ হারাল মুখ্যমন্ত্রীর কনভয়। ঝাড়গ্রাম যাওয়ার রাস্তায় বিভ্রাট। পাইলট কার ছিল না মুখ্যমন্ত্রীর কনভয়। লোধাশুলির মোড় থেকে ভুল পথে চলে যায় কনভয়। ৫-৬ কিলোমিটার যাওয়ার পর ভুল বুঝতে পেরে সঠিক রাস্তায় ফেরে কনভয়। ৫টি গাড়ি ছিল কনভয়ে। রাতে সরকারি গেস্ট হাউসে ফেরেন মুখ্যমন্ত্রী। ছিল না পর্যাপ্ত পুলিসি নিরাপত্তা। প্রথম গাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর পশ্চিম মেদিনীপুর সফরের গোটাটাই ছিল না পর্যাপ্ত পুলিসি ব্যবস্থা। ছিল না আধাসামরিক বাহিনী। তবে কেন এই বিপত্তি সে বিষয়ে এখনও স্পষ্ট করে কোনও ব্যাখ্যা করা হয়নি। পরপর দু`বার পথ হারায় কনভয়টি। মঙ্গলবার দুপুরে নিজের বাড়িতেই জেলার বন্যা পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরই তড়িঘড়ি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা হন তিনি। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও দুই মেদিনীপুরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দলের তরফে যাচ্ছেন মুকল রায়।
First Published: Tuesday, October 15, 2013, 23:22