Last Updated: April 22, 2012 09:50

নিউইয়র্কে মার্কিন পত্রিকা `টাইম` ম্যাগাজিনের তরফে নৈশভোজে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুর্বনির্ধারিত কিছু অনুষ্ঠানসূচি থাকায় ২৪ এপ্রিল মুখ্যমন্ত্রী এই আমন্ত্রণ রক্ষা করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সম্প্রতি বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নতুন তালিকা প্রকাশ করেছে `টাইম ম্যাগাজিন`। সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন ধনকুবের শিল্পপতি ওয়ারেন বাফেট, পাকিস্তানের প্রথম অস্কারজয়ী পরিচালক শরমিন ওবেইড চিনয়, মার্কিন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন, ফেসবুক-এর সিওও সেরিল স্যান্ডবার্গ-এর সঙ্গেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, রাস্তায় নেমে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নির্বাচনে জিতে নিজেকে দক্ষ রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করেছেন তিনি। এবং নিজের রাজনৈতিক ভিত শক্ত করেছেন।
First Published: Sunday, April 22, 2012, 09:50