CM jhargram rally

মুখ্যমন্ত্রীর সভা, তাই ভাঙা পড়ল ঝাড়গ্রাম স্টেডিয়াম

মুখ্যমন্ত্রীর সভা, তাই ভাঙা পড়ল ঝাড়গ্রাম স্টেডিয়ামমুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করবেন। তাই ভেঙে ফেলা হল ঝাড়গ্রামের স্টেডিয়াম। হালেই প্রায় চার কোটি টাকা খরচ করে স্টেডিয়ামটির সংস্কার করা হয়েছিল। স্টেডিয়ামের জমিতে লাগানো হয়েছিল দামি ঘাস। সেই ঘাসের রক্ষণাবেক্ষণের জন্য নিষিদ্ধ করা হয় সাধারণের প্রবেশ।

কিন্তু, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা উপলক্ষ্যে সেই মাঠেই মাটি খুঁড়ে বল্লি বসানো হয়েছে। খুলে দেওয়া হয়েছে মাঠের ধারের ফেন্সিং। মাঠের দুধারে সদ্যই যে পাঁচিল তৈরি করা হয়েছিল তাও ভেঙে ফেলা হয়েছে। জনসভার প্রস্তুতির

First Published: Tuesday, January 7, 2014, 19:20


comments powered by Disqus