ফেসবুকে মুখ্যমন্ত্রীর আজব রসিকতা, নিশানায় পেট্রোলিয়াম মন্ত্রক

ফেসবুকে মুখ্যমন্ত্রীর আজব রসিকতা, নিশানায় পেট্রোলিয়াম মন্ত্রক

ফেসবুকে মুখ্যমন্ত্রীর আজব রসিকতা, নিশানায় পেট্রোলিয়াম মন্ত্রকমুখ্যমন্ত্রীর আজব রসিকতা। বিষয়, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি। ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লিখছেন,
 
লাগাতার পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ পেট্রোলিয়াম মন্ত্রক সম্প্রতি কিছু প্রস্তাব দিয়েছে যার মধ্যে একটি অভিনব ভাবনা রয়েছে।
 
সপ্তাহে একদিন বাস-ডে পালনের কথা বলা হয়েছে, যেদিন জ্বালানি বাঁচাতে সকলে বাসে যাতায়াত করবেন।
 
রসিক মুখ্যমন্ত্রীর হালকা প্রশ্ন, তাহলে সেদিন এগারো নম্বর বাসেই যাতায়াত নয় কেন?
 
এগারো নম্বর বাসের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এগারো অর্থাত্‍ ১+১, অর্থাত্‍ দুই পা।
 
পোস্টের শেষে তাঁর এই হাল্কা সুরের প্রস্তাব সম্পর্কে মানুষের মতামতও চেয়েছেন মুখ্যমন্ত্রী।

First Published: Saturday, November 9, 2013, 21:13


comments powered by Disqus