Last Updated: December 27, 2012 21:22

পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর হাতিয়ার সেই কেন্দ্র বিরোধী জিগির। কোচবিহারের পুণ্ডিবাড়িতে কৃষিঋণ মেলার উদ্বোধনে ফের ঋণশোধ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। জনমোহিনী ভাবমূর্তি বজায় রাখতে মুখ্যমন্ত্রীর দাবি, ঋণশোধের দায় না থাকলে দশ লক্ষ যুবক-যুবতীকে চাকরি দিতে পারত তাঁর সরকার।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। ভোট দেওয়ার আগে গত দেড় বছরে সরকারের কাজের খতিয়ান মিলিয়ে দেখতে চাইবেন ভোটাররা, তা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্প বাস্তবায়নের টাকা নেই রাজ্যের হাতে, সম্প্রতি বিভিন্ন সভায় ফের একথা বলতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। আর এর দায় কেন্দ্রের ঘাড়ে চাপানোর কৌশলই বেছে নিয়েছেন তিনি। ইউপিএ ছেড়ে বেরিয়ে আসার পরেও কেন্দ্রের বিরুদ্ধে ঋণশোধের ইস্যুটিই তাঁর কাছে সবচেয়ে বড় হাতিয়ার।
জাতীয় উন্নয়ন পর্ষদের বৈঠকে প্রধানমন্ত্রী যোগ দিলেও, উত্তরবঙ্গ সফরের কারণে বৃহস্পতিবার দিল্লিতে ওই বৈঠকে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দিয়ে ঋণের সুদ-আসল মেটানোর বিষয়ে মুখ্যমন্ত্রীর সুরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
এদিন, পুণ্ডিবাড়ির সভায় রাসায়নিক সার এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, জাতীয় সড়কের বেহাল দশার জন্যও কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে, রাজ্য সরকারের সমালোচনা করায় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে একহাত নেন তিনি।
First Published: Thursday, December 27, 2012, 21:22