Last Updated: January 22, 2014 23:15
পাহাড়ে রয়েছে জিটিএ। তামাং, লেপচাদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রী দিলেন ঐক্যের বার্তা। এও বুঝিয়ে দিলেন, পাহাড়ে কোনওরকম ধ্বংসাত্বক কাজকর্ম বরদাস্ত করা হবে না। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে পাহাড়বাসীকে ফের ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ের লেবংয়ে পুলিসের তরফে আয়োজিত একটি ক্রীড়া প্রতিযোগিতায় পাহাড় ও সমতলের মানুষকে একযোগে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
দার্জিলিং ও ডুয়ার্সের ৪০০টি ক্লাবকে আগেই ২ লক্ষ করে টাকা দিয়েছিল সরকার। এদিনের প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রীড়াবিদদের ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সঙ্গে ছিল লেবং স্টেডিয়ামের উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা।
কোনও অবস্থাতেই ধ্বংসাত্মক কাজকর্মকে বরদাস্ত করবে না তাঁর সরকার। নরম সুরে এদিন তাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
First Published: Wednesday, January 22, 2014, 23:15