টাটাকে বরাত, তোপের মুখে পঞ্চায়েতমন্ত্রী

টাটাকে বরাত, তোপের মুখে পঞ্চায়েতমন্ত্রী

টাটাকে বরাত, তোপের মুখে পঞ্চায়েতমন্ত্রীটাটার সংস্থাকে বরাত দিয়ে তোপের মুখে পড়তে হল সুব্রত মুখোপাধ্যায়কে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েতমন্ত্রীর বিরদ্ধে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজকে দুর্নীতিমুক্ত করতে টাটাদের সংস্থা টিসিএসকে বায়োমেট্রিক্স কার্ড তৈরির বরাত দিচ্ছে পঞ্চায়েত দফতর। সে ব্যাপারেই রবিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী প্রথম টাটাদের সংস্থাকে বরাত দেওয়ার ব্যাপারে আপত্তি তোলেন।

মুখ্যমন্ত্রীর তোপের মুখে সুব্রত মুখোপাধ্যায় বলেন, টেন্ডার ডেকেই বরাত দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সুব্রতবাবুর উত্তরে অন্য কোন বিকল্পের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্নের উত্তরে সুব্রতবাবু জানান, টেন্ডারে অংশ নেওয়া সংস্থাগুলির মধ্যে টাটাদের আধুনিক প্রযুক্তি থাকার কারণেই তাদের বরাত দেওয়া হয়েছে। সুব্রতবাবুর এই বক্তব্যকে সমর্থন করেন অর্থমন্ত্রী অমিত মিত্রও। তবে পঞ্চায়েতমন্ত্রীর এই যুক্তি শোনার পর মুখ্যমন্ত্রী আর আপত্তি তোলেননি বলেই জানা গেছে।

সিঙ্গুর আন্দোলন পর্বে বা পরবর্তী সময়ে টাটাদের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাটাদের সংস্থাকে এই বরাত দেওয়ার ঘটনা রাজ্য রাজনীতিতে বিশেষভাবে তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।





First Published: Monday, July 23, 2012, 21:30


comments powered by Disqus