Last Updated: December 8, 2011 13:11

তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে সবরকম সাহায্য করতে প্রস্তুত সরকার। তথ্য-প্রযুক্তি প্রদর্শনী ইনফোকোমের উদ্বোধন করে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণী ও হলদিয়ায় আইটি হাব গড়ে তোলা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মিলনমেলা প্রাঙ্গনে আজ থেকে শুরু হল তথ্য প্রযুক্তি প্রদর্শনী ইনফোকোম। দেশের বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা এই প্রদর্শনীতে অংশ নিয়েছে। এগার তারিখ পর্যন্ত চলবে ইনফোকোম।
First Published: Thursday, December 8, 2011, 13:11