Last Updated: December 26, 2012 11:07

পঞ্চায়েত নির্বাচনের আগে আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা দেড়টা নাগাদ আকাশপথে তিনি যাবেন কোচবিহার। পৌঁছনোর পর সন্ধ্যায় প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। দেখা করার কথা জেলার তৃণমূল নেতাদের সঙ্গে।
কোচবিহারে রাত কাটিয়ে পরের দিন অর্থাত্ বৃহস্পতিবার সকালে পুণ্ডিবাড়িতে একটি কৃষি ঋণ মেলার উদ্বোধন করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পরের দিন অর্থাত্ শুক্রবার আলিপুরদুয়ারের নাগরাকাটায় যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব ছাড়াও তাঁর সফরসঙ্গী হওয়ার কথা রাজ্যের আরও কয়েকজন মন্ত্রীর।
First Published: Wednesday, December 26, 2012, 11:07