Last Updated: January 21, 2013 12:46

আজ ক্যানিংয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা দু`টো নাগাদ ক্যানিং স্পোর্টস কম্পলেক্সের ময়দানে সভায় যোগ দেবেন তিনি। এখান থেকেই সুন্দরবন উপকূল পুলিস স্টেশন, জেলা শাসকের `ই` অফিসের উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া ছটি প্রকল্পের শিল্যান্যাস করবেন তিনি। এর পাশাপাশি ছাত্রীদের সাইকেল, জমির পাট্টা, গীতাঞ্জলী আবাসনের চেকের মতো একাধিক সরকারি পরিষেবা প্রদান করার পরিকল্পনা রয়েছে তাঁর। এখানেই রাজ্য পুলিসের উদ্যোগে আয়োজিত সুন্দরবন কাপ ফুটবল খেলারও পুরস্কার প্রদান করবেন মুখ্যমন্ত্রী।
First Published: Monday, January 21, 2013, 12:46