মোর্চা নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

মোর্চা নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

মোর্চা নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীচারদিনের সফরে দার্জিলিং গিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার নেতাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের রিচমন্ড গেস্ট হাউসে আজ সন্ধেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোর্চা নেতারা।

মূলত জিটিএ-র উন্নয়ন নিয়েই দুপক্ষের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক হলেও এই বৈঠকের  রাজনৈতিক তাত্পর্য রয়েছে বলে মনে করা হচ্ছে। এই বছরের গোড়া থেকেই একাধিক ঘটনাকে কেন্দ্র করে মোর্চার সঙ্গে রাজ্য সরকারের সম্পর্কের অবনতি হয়।  আজকের বৈঠক থেকে পরিষ্কার, তিক্ততা ভুলে দুপক্ষই পরস্পরের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখার পক্ষপাতী। 

First Published: Tuesday, May 14, 2013, 22:53


comments powered by Disqus