Last Updated: April 22, 2014 20:33

-------------------------------
অধিনায়ক সৌরভকে কি ছাপিয়ে যাবেন কোচ সৌরভ! বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার পর কি এবার বিশ্বসেরা কোচও হবেন দাদা! মঙ্গলবার বাঙলা ক্রিকেটে কোচ হিসাবে নিজেকে জজাড় করে দেওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে এমন কথাই আলোচনা করা শুরু হল।
ডানকন ফ্লেচারের বদলে রাহুল দ্রাবিড়কে ধোনিদের কোচ করে আনার দাবি তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু যেভাবে কোচ সৌরভ শুরু করলেন, তা দেখলে এখন দাদাকেই এখনই ধোনিদের কোচ করার দাবি উঠতেই পারে।
অধিনায়ক সৌরভ যেমন সবার চেয়ে আলাদা হয়ে নতুন এক ফর্মুলার জন্ম দিয়েছিলেন, গোটা দেশের ক্রিকেট ভাবমূর্তিতে বদল এনেছিলেন। কোচ সৌরভও সেইরকমই ইঙ্গিত দিলেন।
কখনও সচিনের গল্প বলে উদ্বুদ্ধ করা। কখনও ফুটওয়ার্কের ছোটখাটো ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়া। হাতে ধরিয়ে ব্যাটিং স্টান্স শিখিয়ে দেওয়া । ভিশন টোয়েন্টি-টোয়েন্টির ব্যাটিং ক্যাম্পে মঙ্গলবার যে সৌরভ গাঙ্গুলিকে পাওয়া গেল তিনি যেন এক পোড়খাওয়া কোচ। যিনি একাধারে ভোক্যাল টনিক দিচ্ছেন,আর অন্যদিকে শেখাচ্ছেন ব্যাটিংয়ের সময় সঠিক ব্যালান্স। কোচ সৌরভের থেকে এই সব টিপস পেয়ে আপ্লুত বাংলার দুই ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি ও সন্দীপন দাস।
সোমবার বাছা হয়েছিল ২০জন ক্রিকেটার। মঙ্গলবার বাছাই করা হল আরও তেইশজন ক্রিকেটারকে। বুধবার মোট ৪৩জন ব্যাটসম্যানকে নিয়ে অনুশীলন করাবেন সৌরভ।
First Published: Tuesday, April 22, 2014, 21:29