Last Updated: April 28, 2012 22:51

মরসুম শেষে আরও একবার কোচ পরিবর্তন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মোহনবাগানে। সেই ইঙ্গিতের কথা মাথায় রেখেই সম্ভবত নিজেদের তৈরি রাখছেন রহিম নবিরা।
কোচ পরিবর্তন হলেও, সেরা পারফরম্যান্স তুলে ধরার দায়িত্ব ফুটবলারদেরই বলে মনে করেন রহিম নবি। গত দুবছরে একাধিকবার কোচ পরিবর্তন হয়েছে সবুজ-মেরুন শিবিরে। নবির বক্তব্য, কোচের কথা না ভেবে, তাঁদের সেরাটা তুলে ধরতে হবে।
First Published: Saturday, April 28, 2012, 22:51