কোল-গেট তদন্তের রিপোর্ট ছিল আইনমন্ত্রীর কাছে, দাবি সিবিআইয়ের

কোল-গেট তদন্তের রিপোর্ট ছিল আইনমন্ত্রীর কাছে, দাবি সিবিআইয়ের

কোল-গেট  তদন্তের রিপোর্ট ছিল আইনমন্ত্রীর কাছে, দাবি সিবিআইয়েরকোল-গেট কেলেঙ্কারি নিয়ে সিবিআই-এর রিপোর্ট গতমাসেই পাঠানো হয়েছিল কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমারের কাছে। আর সুপ্রিমকোর্টে সিবিআই-এর ডিরেক্টর রঞ্জিত সিনহার পেশ করা এফিডেফিট থেকে এই তথ্য প্রকাশ্যে এল।

এই এফিডেভিট থেকে আরও জানা গেছে কেন্দ্রীয় কয়লা মন্ত্রক ও প্রধানমন্ত্রীর অফিসেও একমাস আগেই পৌঁছে গিয়েছিল কয়লা কেলেঙ্কারি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট।

এই এফিডেভিটে আইনমন্ত্রীর কাছে পেশ করা রিপোর্ট এবং সিবিআইয়ের অন্তিম রিপোর্ট উভয়ই রয়েছে।

মূল রিপোর্টটি কোনও ভাবে প্রভাবিত হয়েছে কী না তা পরীক্ষা করতে উভয় রিপোর্টই খতিয়ে দেখতে পারে শীর্ষ আদালত।

এখনও পর্যন্ত কোল কেলেঙ্কারি তদন্তে কত খানি অগ্রগতি হয়েছে তারও বিস্তারিত তথ্য রয়েছে সুপ্রিম কোর্টে পেশ করা এফিডেভিটটিতে।

বিজেপি সহ অনান্য বিরোধী দল গুলি কোলগেট কেলেঙ্কারির সিবিআই তদন্তকে প্রভাবিত করার অভিযোগে গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় আইন মন্ত্রীর পদত্যাগ দাবি করছে।

বাজেট অধিবেশনে এই নিয়ে বিরোধীদের বিক্ষোভে মুলতুবিও হয়েছে সংসদের উভয় কক্ষ।



First Published: Friday, April 26, 2013, 12:53


comments powered by Disqus