Last Updated: September 25, 2012 10:20

কয়লা ব্লক বন্টন কেলেঙ্কারির ধাক্কা লাগতে চলেছে বিজেপির ঘরেও। ১৯৯৩ সাল থেকে বন্টন হওয়া কয়লা ব্লক নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ করল সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন বা সিভিসি।
ওই সময় কেন্দ্র ক্ষমতায় ছিল এনডিএ। ইউপিএ আমলে বন্টিত হওয়া কয়লা ব্লকে দুর্নীতির অভিযোগে বেশকিছুদিন ধরেই সরগরম জাতীয় রাজনীতি। ক্যাগ রিপোর্টে ব্লক বন্টন নিয়ে বেনিয়মের কথা প্রথম উঠে আসে। ইউপিএ আমলের বেশিরভাগ সময় কয়লামন্ত্রক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অধীনে ছিল। ফলে সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও সরব হয়েছে একাধিক বিরোধী দল। এবিষয়ে সবচেয়ে বেশি সুর চড়িয়েছে বিজেপি। এবার সেই বিজেপিও বিপাকে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
First Published: Tuesday, September 25, 2012, 10:20