Last Updated: May 6, 2013 10:44

কয়লার ব্লক বণ্টন ইস্যুতে কেন্দ্রকেই আরও সঙ্কটে ঠেলে দিল সিবিআই। কোল-গেট ইস্যুতে তাদের স্টেটাস রিপোর্টে সরকারি হস্তক্ষেপ হয়েছিল বলে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে নিল সিবিআই। আজ সুপ্রিম কোর্টে সিবিআইয়ের নয় পাতার হলফনামায় জানানো হয়েছে, রিপোর্টের ভাষা বদলের জন্য প্রস্তাব দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অশ্বিনী কুমার এবং অ্যাটর্নি জেনারেল জি ই বানাবতি। রিপোর্টে বদল করার জন্য নির্দেশ আসে প্রধানমন্ত্রীর দফতর থেকেও।
তিনবার সরকারের সঙ্গে বৈঠক হয় বলে হলফনামায় উল্লেখ করেছে সিবিআই। সেই বৈঠকেই রিপোর্টের কোন অংশে বদল করা হবে তা চূড়ান্ত হয়। রিপোর্টের কোন কোন অংশ বদল করা হয়েছিল, তা দুদিন পর সুপ্রিম কোর্টে জানাবেন সিবিআই অধিকর্তা।
স্টেটাস রিপোর্ট সরকারকে দেখানোর জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন সিবিআই অধিকর্তা। তদন্তের ক্ষেত্রে সিবিআইয়ের ওপর সরকারের হস্তক্ষেপ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব কেন্দ্রের বিরোধী শিবির। সিবিআইয়ের আজকের হলফনামার পর বিরোধীদের সেই অভিযোগ আরও জোরদার হল।
First Published: Monday, May 6, 2013, 21:18